প্রকাশিত: Wed, Dec 6, 2023 11:48 PM
আপডেট: Wed, Jul 2, 2025 10:09 AM

[১]বিএনপির আমীর খসরু, স্বপন ও এমরান সালেহ প্রিন্সের জামিন হয়নি

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] বিএনপির মহাসমাবেশ চলাকালে ফকিরাপুল এলাকায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের পক্ষে তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ’র জামিন আবেদনের প্রেক্ষিতে বুধবার (৬ ডিসেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালত উভয় পক্ষের শুনানি শেষে আবেদনটি নামঞ্জুর করেছেন।  

[৩] আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি. তাপস কুমার পাল ‘আমাদের নতুন সময়’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] গত ২৯ অক্টোবর পুলিশের উপ-পরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করে রাজধানীর পল্টন মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।